Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরের একটি প্লাস্টিকের কারখানা এবং ডালের মিলসহ ছয়টি গুদামঘর পুড়ে ছাই হয়েছে।

রবিবার (৮ আক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে আরো সময় লেগে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া তাৎক্ষণিক গুদামের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলায় ক্ষয়ক্ষতিও কম হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিকের কারখানায় বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর স্থানীয়রা ডালের গুদাম থেকে কিছু বস্তা সরিয়ে নিতে পারলেও প্লাস্টিক কারখানা ও কাঠের গুদামের কিছুই রক্ষা পায়নি।

Bootstrap Image Preview