Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শাহজাদপুরে মতবিনিময় সভা

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview


দসিরাজগঞ্জের শাহজাদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে দ্বারিয়াপুর বাজারে উপজেলা মৎসজীবিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে মৎসজীবি কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস অফিসার সাথী রাণী নিয়োগী, সম্প্রসারণ কর্মকর্তা তাপস কুমার শীল, ফিল্ড অফিসার আব্দুস ছামাদ, মৎসজীবি সমিতির সভাপতি লালন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৎসজীবি নান্নু হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষায় ৭ই অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহবান জানান এবং এ সময় সারাদেশ ব্যাপী ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই মৌসুমে ইলিশ মাছ ধরলে তাকে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড দেওয়ার বিধান রয়েছে বলে মতবিনিময় সভায় জানান। মতবিনিময় সভায় বিভিন্ন মৎসজীবি উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে মৎস অফিসার বলেন, গত বছর ইলিশ মাছ না ধরার কারণে প্রায় ৫ লক্ষ মেট্রিকটন ইলিশ মাছ আমদানি হয়েছে। শেষে মা ইলিশ রক্ষায় ও সচেতনতায় জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


 

Bootstrap Image Preview