Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে ৩ দিবব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সিরাজদিখানে ও ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্তি হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি হয়।

এর আগে সকাল ৯টা থেকে মেলার শেষ দিনের কার্যক্রম শুরু হয়। দিনভর মেলাতে দর্শনার্থী ও সুবিধাভোগীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। রাত ৯ টায় পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় অংশ নেয়া বিভিন্ন দফতরের ৪০টি স্টলের মধ্যে সিরাজদিখান কৃষি অফিস প্রথম, পল্লী বিদ্যুৎ ও একটি বাড়ি একটি খামার দ্বিতীয় এবং তৃতীয় স্থান পিআইও এবং প্রথমিক শিক্ষা অফিস। তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া। এ ছাড়াও মেলায় অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

পরে পুরস্কার তুলে দেয়া হয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও হাজারও দর্শকের উপস্থিতি থেকে সংগীত উপভোগ করেন।

Bootstrap Image Preview