Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে মার্কিন সুপ্রিম কোর্টে নিয়োগ পেলেন বিতর্কিত কাভানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেট কাভানাকে দেশটির সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়েছে।কাভানার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। এ প্রেক্ষিতে দেশটিতে বিক্ষোভ ও বিতর্ক হয়েছে।

শনিবার দেশটির সিনেটে মাত্র দুই ভোটের ব্যবধানে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত করা হয়েছে কাভানাকে। একই দিনে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেছেন ব্রেট কাভানা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে কাভানার বিচারপতি হওয়া সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ধরনের বিজয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ৫১-৪৯ আসনে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তবে কাভানা রিপাবলিকানদের ৪৯টি ভোট পেয়েছেন।

মেয়ের বিয়ে উপলক্ষে রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনেস ভোটের সময় অনুপস্থিত ছিলেন। আর রিপাবলিকান লিসা মুর্কওয়াস্কি উপস্থিত থাকলেও কাভানাকে ভোট দেননি। তিনি শুধু তার উপস্থিতির কথা জানিয়েছেন।

এর আগের দিন ক্লোচার ভোটে তিনি কাভানার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ডেমোক্র্যাটদের মধ্যে শুধু একজন জো মানচিন দলের বাইরে গিয়ে কাভানাকে ভোট দিয়েছেন। এতে ৫০-৪৮ ভোটে জিতেছেন কাভানা।

বিবিসির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাভানাকে বিচারপতি হিসেবে মনোনীত করার পরপরই তার বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ আসতে শুরু করে।

এসব অভিযোগ নিয়ে তদন্তও শুরু করেছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। এই তদন্ত যখন প্রায় শেষ মুহূর্তে এসে উপনীত ঠিক তখনই তার নিয়োগের পক্ষে রায় দিলো।

Bootstrap Image Preview