Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই বৃদ্ধের জানাজায় অংশ নেয়নি গ্রামবাসী, দুপুর পর্যন্ত পড়েছিল লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধের জানাজায় প্রতিবেশী ও গ্রামের লোকজন অংশগ্রহণ করেনি গ্রামবাসী। এর ফলে মুর্শিদ উদ্দিন (৭৫) নামের ঐ বৃদ্ধের লাশ শুক্রবার রাতেও দাফন করা যায়নি। ফলে মৃতদেহে কাফনের কাপর পরানো অবস্থায় খোলা আকাশের নিচে শনিবার দুপুর পর্যন্ত পড়ে ছিল।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে।

এলাকাবাসী জানান, বৃদ্ধ মুর্শিদ উদ্দিনকে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। মৃতদেহ বাড়িতে এনে বাদ এশা জানাজার সময় নির্ধারণ করে মাইকিং করা হলেও গ্রামের মানুষ জানাজায় অংশ না নেয়ায় লাশ দাফন করা হয়নি।

এ ব্যাপারে চান্দপুর ইউনিয়ন পরিষদের চারিয়া ওয়ার্ডের সদস্য মো. জিয়াউর রহমান মল্লিক, বিগত ২০ বছর আগে মুর্শিদ উদ্দিন প্রতিবেশী মো. সাইদুর রহমানের কাছে ১৪ শতাংশ জমি বিক্রি করেন। মুর্শিদ উদ্দিন জমি বিক্রি করে টাকা নিয়ে তার একমাত্র মেয়ে জেসমিন আক্তারের নামে সব সম্পত্তি লিখে দেন। জেসমিন তার বাবার বিক্রি করা জমি দলিল না দিয়ে সাইদুর রহমানসহ চারজনের নামে ডাকাতির মামলা করে জেল খাটায়। জেসমিনের স্বামী সেনাবাহিনীতে চাকরি করায় তার প্রভাবে গ্রামের বিভিন্নজনকে হয়রানি করায় বাপ-বেটির প্রতি অতিষ্ঠ হয়ে জানাজায় অংশ নেয়নি লোকজন।

এরপর শনিবার দুপুরে চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খোকন, ইউপি সদস্য জিয়াউর রহমান মল্লিক ও কটিয়াদী পৌর কাউন্সিলর মো. জয়নাল আবেদিন আগামী ১৫ দিনের মধ্যে জমির দলিল করে দেয়ার আশ্বাস দিলেও লোকজন জানাজায় অংশ না নিলে ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা পড়ে লাশ দাফন করা হয়।

Bootstrap Image Preview