Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব কেন্দ্রেই ইভিএম'র মাধ্যমে ভোট নেওয়া সম্ভব না: সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৩৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সকল ভোট কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোট নেওয়া সম্ভব হবে না। তবে আমরা তা শুরু করতে চাই সীমিত আকারে।

শনিবার (০৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় জেলা নির্বাচন অফিসের ইভিএম প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়ন মেলায় যেখানে আমরা ইভিএম প্রদর্শন করবো। সেখানে যদি তারা এটা দেখেন আমার বিশ্বাস তারাও এটা ব্যবহার করার জন্য আমাদের অনুরোধ করবেন।

বিএনপির উদ্দেশে সিইসি বলেন, তারা (বিএনপি) যদি আসেন এবং দেখেন তাহলে তাদের ভুল ধারণা আর থাকবে না। আমার বিশ্বাস তারাও ইভিএম ব্যবহার করার জন্য আমাদের অনুপ্রাণিত করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, অতিরক্তি জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, সদর উপজেলঅ নির্বাচন অফিসার উত্তম কুমার রায় প্রমুখ।

Bootstrap Image Preview