Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্র-ছাত্রীদের সামনেই মারা গেলেন প্রধান শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় প্রধান শিক্ষককে। এদিকে খবর পেয়েই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যায়। এর কিছুক্ষণ পর তাদের চোখের সামনেই মারা যান প্রধান শিক্ষক। ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কটিয়াদীর ধুলদিয়া এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শাহ মো. আহসান উল্লাহ (৫২) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।

নিহত শাহ মো. আহসান উল্লাহ নিকলী উপজেলার আলিয়াপাড়ার এবি নুরজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে প্রধান শিক্ষক শাহ মো. আহসান উল্লাহ কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিকলী যাওয়ার পথে ধুলদিয়া এলাকায় সিএনজি উল্টে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় তার।

এদিকে, অটোরিকশাচালক শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকন্দি গ্রামের বাসিন্দা।

Bootstrap Image Preview