Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মাদারীপুর শহরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের শুরু হয় বলে জানা যায়।

আজ শনিবার (৬ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংর্ঘের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় ঢোকা নিয়ে বাগেরপাড় এলাকার শামীম হাওলাদারের সাথে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও নিশ্চিত করেন, খবর পেয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থিত থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মাইকিং করে সকলকে সর্তক করে দেয় পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।

Bootstrap Image Preview