Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী থেকে 'ড্যান্সার' থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সম্প্রতি আফ্রিকা সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেখানে গিয়ে নেচে ইন্টারনেটে হাসির খোরাক হয়েছিলেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যে তাতে মোটেই পাত্তা দেননি তা পরিষ্কার ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন একটি নাচের ভিডিও ভাইরাল হতেই।

গত বুধবার বার্মিংহামে দলের সমাবেশ ছিল। কনজারভেটিভ পার্টি নেত্রী থেরেসা মে সেই সমাবেশে যোগ দেওয়ার সময় বাজছিল ডান্সিং কুইন-এর মিউজিক। তার তালে তালে নাচতে নাচতে দিব্যি মঞ্চে উঠেন। এমনকী মাইকের সামনে দাঁড়ানোর পরেও তাঁর নাচ বন্ধ হয়নি। যা দেখে এবারও ইন্টারনেটে হাসি-ঠাট্টামূলক মন্তব্য করছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় তিনি যখন মঞ্চে উঠে নাচতে ছিলেন তখন সামনের থাকা দর্শকরা করতালি দিয়ে তাকে স্বগত জানায়।

এর আগে, আফ্রিকায় গিয়ে থেরেসা সেখানকার স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নেচেছিলেন। সোশ্যাল মিডিয়া তা নিয়ে হাসিতে ফেটে পড়লেও এবার প্রকাশ্যে নাচের কনফিডেন্স তিনি সেখান থেকেই পেয়েছেন বলে নিন্দুকরা মনে করছেন। কিন্তু তাঁর নাচ নিয়ে ইন্টারনেটে হাসাহাসি একটুও কমেনি।

Bootstrap Image Preview