Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় স্থগিত হওয়া ৩টি ইউপি নির্বাচন আগামী ২১ অক্টোবর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় সীমানা জটিলতার কারণে স্থগিত হওয়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন।

নীলফামারীর ডিমলায় সীমানা জটিলতার কারনে স্থগিত হওয়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়ার পরে জমে উঠেছে নির্বাচন। ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২জন, সাধারন সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সাধারন সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ২জন, সাধারন সদস্য পদে ২৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন, গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ২৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটর সাইকেল), টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (নৌকা), রবিউল ইসলাম শাহীন (আনারস) ও খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (নৌকা), আতিকুজ্জামান (ধানের শীষ), জাকারিয়া হোসেন ডিএম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা) , সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটর সাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) প্রতিক দেয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু বলেন, প্রার্থীদের প্রতিক বরাদ্দের ফলে উৎসব মুখব পরিবেশে প্রচারনা শুরু করেছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মামলার জটিলতার কারনে স্থগিত হওয়া উপজেলার ৩টি ইউনিয়নের ভোটগ্রহন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। 
 

Bootstrap Image Preview