Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে আটক ইন্টারপোল প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৫৯ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েইকে (৬৪) চীনে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

মেং হংওয়েই প্রথম চীনা নাগরিক হিসেবে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছেন। তিনি চীনের জননিরাপত্তা মন্ত্রণলায়েরও উপমন্ত্রী।

গত শুক্রবার মেং হংওয়েইয়ের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিঁও শহরে। মেং হংওয়েইয়ের স্ত্রী ফরাসি পুলিশের কাছে এ নিয়ে অভিযোগও জানিয়েছিলেন। এরপর তাকে আটক করা হয়েছে বলে খবর বের হয়। তবে তাকে ঠিক কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়।

ফ্রান্সে থেকে চীন যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন তিনি। ফন্সের পুলিশ মেংয়ের নিখোঁজের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

১৯২টি দেশের পুলিশের সংস্থা ইন্টারপোল এক বিবৃতিতে জানিয়েছে, মেংয়ের নিখোঁজের বিষয়টি তারা অবগত। এটা চীন এবং ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারপোলে প্রেসিডেন্ট দ্বিতীয় পদমর্যাদার। সংস্থায় প্রধান ভূমিকা পালন করেন মহাসচিব। প্রেসিডেন্ট নামমাত্র প্রধান। তবে বিভিন্ন নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেন।

চীনের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে উল্লেখ আছে, মেং ভাইস মিনিস্টার। কিন্তু গত এপ্রিলে তিনি কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ পদ হারান। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের মন্তব্য পাওয়া যায়নি। ২০১৬ সালের নভেম্বরে মেং নিয়োগ পেয়েছিলেন। তখন মানবাধিকার সংগঠনগুলো তার সমালোচনা করেছিল।

Bootstrap Image Preview