Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ১৬ টি গুলি করে কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশকে অভিযুক্ত হয়েছে। শুক্রবার মার্কিন আদালতের অন্তত ১২ জন বিচারপতির একটি বোর্ড শিকাগো শহরের পুলিশ অফিসার জেসন ভেন ডায়েককে ২০১৪ সালের হত্যাকান্ডের জন্য অভিযুক্ত করে।

আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে হত্যাকাণ্ডের শিকার সকল কৃষ্ণাঙ্গদের জন্য বিজয় বলে দাবি করেছে নিহত লেকুয়ান মেকডোনাল্ড’র পরিবার।

২০ অক্টোবর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ইলিয়নয় প্রদেশের শিকাগো শহরে একজন ১৭ বছরের আফ্রো মার্কিনিকে হত্যা করতে অন্তত ১৬ টি গুলি করা হয়েছিল। কিশোরকে গুলির ঘটনাটি প্রত্যক্ষ করে ভিডিও ফুটেজ ধারণ করেছিলেন ডায়েকেরই একজন সহকর্মী। তাকে আরো অন্তত ১৬ টি শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হলেও ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগে খালাস দেয়া হয়েছে।

আদালতে রায় পড়ার সময় বাইরে হাজারো কৃষ্ণাঙ্গ বিক্ষোভ প্রদর্শন করেছে এবং আদেশে সন্তুষ্ট হয়ে উল্লাস প্রকাশ করেছে। এটি কৃষ্ণাঙ্গদের জন্য ঐতিহাসিক বিজয় এবং অবশেষে ন্যায় বিচার পাওয়া গেছে বলেও বিক্ষোভকারীরা দাবি করে। বিচার প্রক্রিয়া শেষ হলে ডায়েকের সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে। তবে শিকাগো শহরে কোন পুলিশকে হত্যা মামলায় অভিযুক্ত করার ইতিহাস বিগত ৫০ বছরে এটিই প্রথম।

Bootstrap Image Preview