Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে পুলিশকে সহায়তা করার আহ্বান 

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview


সমাজ থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও বাল্য বিবাহ নির্মূল করতে পুলিশকে সর্বাত্বক সহায়তা করার আহ্বান জানিয়েছেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজলে খুদা পলাশ। 

গতকাল শুক্রবার গাবতলীর কাগইল বাজার তিনমাথা মোড়ে মডেল থানা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, মাদক বিক্রেতা সেবনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এখনো যারা মাদকের সাথে জড়িত আছে তাদের কে ফিরে আসার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সে জন্য প্রতিটি পরিবারের ছেলেরা কার সাথে চলাফেরা উঠাবসা করে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা এবং আসন্ন শারদিয়া দূর্গা উৎসব পালনে সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন।

ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিমের সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, ওসি অপারেশন সনাতন সরকার, এস আই সুজা। এ ছাড়াও কাগইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধক্ষ্য আতাউর রহমান, মুক্তিযোদ্ধা রনজিত সাহা, কাগইল হাট ইজারাদার দুলাল মিয়া, আনিছার রহমান পাশা, আ’লীগ নেতা আব্দুল বাছেত, আব্দুল জলিল পুজা উদযাপন কমিটির সদস্য তপন সরকার, নারায়ন দত্ত, উত্তম কুমার, অনিল চন্দ্র, নিশি চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview