Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে মেলার ৫৫ স্টলে উন্নয়ন ও সাফল্যের ফিরিস্তি

 রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ'-এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে বসেছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা। মেলা প্রাঙ্গন সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধান ফটকে সুদৃশ্য তোরণ নির্মাণ ও আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, ব্যাংক-বিমা ও সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা মেলায় অংশগ্রহণ করেছে। তাদের নিজ নিজ সাফল্য গাঁথা তুলে ধরছে এই মেলায়। সরকারি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত এমন ৫৫টি স্টল মেলায় স্থান পেয়েছে। স্ব স্ব স্টলে উন্নয়ন ও সাফল্য ফিরিস্তি সাজিয়ে বসেছে। আর তা দেখতে প্রবল উৎসাহ নিয়ে উন্নয়ন মেলায় ছুটে এসেছেন বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু।

বিভিন্ন দপ্তর ও সংস্থাগুলো নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড এবং সাফল্য নিয়ে লিফলেট, পুস্তিকা প্রকাশ করেছে। স্টল পরিদর্শনে যাওয়া মানুষকে সেগুলো বিতরণ করা হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে দর্শনার্থীদের সংক্ষিপ্ত বর্ণনাও করছেন স্টলের কর্মীরা। এছাড়া অনেক স্টলের সামনে বড় এলইডি স্ক্রিনে সাফল্য গাঁথা প্রচার করা হচ্ছে। 

জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম উন্নয়ন মেলা পরিদর্শন করেন। তিনি ৫৫টি স্টলের দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মেলায় আগত দর্শনার্থীদের সাথে আলাপচারিতায় মেলার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলার স্টল গুলোতে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়েছে।

মেলায় আসা ধুনট সরকারি কলেজের ছাত্রী ললিতা রানী জানান, নতুন ভাবনায় আয়োজন করা উন্নয়ন মেলা তার ভীষণ ভালো লেগেছে। মেলায় এসে অনেক তথ্য জানতে পেরেছেন। যা তার কাছে অনেকটাই নতুন মনে হচ্ছে। আবার মেলায় এসে বইয়ের পাতায় পড়া অনেক কিছুর মিলও পাওয়া যাচ্ছে। যা তার অনেক কাজে লাগবে বলে জানান ললিতা।

উন্নয়ন মেলা আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মেলা উপলক্ষে প্রতিদিন আলোচান সভা, চিত্রাঙ্কন, বক্তৃতা, প্রতিযোগীতা, উন্নয়ন চিত্র ও পোস্টার প্রদর্শন এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনার আয়োজন রয়েছে।

Bootstrap Image Preview