Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘উ.কোরিয়া ইস্যুতে চীনের সাথে বাণিজ্য উত্তেজনা প্রভাব ফেলবে না’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বাণিজ্য উত্তেজনার পরেও উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে চীন গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।

শুক্রবার উত্তর কোরিয়ায় চতুর্থারের সফর উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আগামী সোমবার পম্পেও’র চীন সফরকে সামনে রেখে এসব বলেন তিনি।

পম্পেও বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে সমাধান খুঁজতে চীন গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। এরমধ্য দিয়েই দুইদেশের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হতে পারে। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের সাথে দ্বিতীয়বারের সম্মেলনের জন্য নির্ধারিত সময় এবং স্থান ঠিক করার বিষয়েও একমত হতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তবে, এর আগে গত বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের হুঁশিয়ারির পরই পরমাণু নিরস্ত্রীকরণে চীনের ভূমিকা নিয়ে পম্পেও’র বক্তব্য কতটুকু প্রভাব ফেলতে পারে এটি নিয়েও সংশয় প্রকাশ করছে বিশ্লেষকরা।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন। চলতি সপ্তাহে পম্পেওর এ সফর করার কথা ছিল। পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ং যথেষ্ট অগ্রগতি অর্জন করেনি, এমন অভিযোগে পররাষ্ট্রমন্ত্রীর এ সফর বাতিলে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview