Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে ভালুকা মডেল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে পুজা উদযাপন পরিষদের নেতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

এসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, পৌর মেয়র ডা. একেএম মেজবাউদ্দিন কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহমেদ ধনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার নন্দী মানিক সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এ বছর ভালুকা উপজেলায় ৬৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview