Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভের শহরে মিনিবাসের সঙ্গে একটি হাইওয়ে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভির অঞ্চলের গর্ভনর ইগর রুদেনা এক বিবৃতিতে জানান, একটি ফোর্ড মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত অন্য তিন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির চালক এবং এর একজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এর আগে রাশিয়ার রিপাবলিকান অব তাতারস্তানের জাইনস্ক নগরীর কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে।

Bootstrap Image Preview