Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৯:২৯ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ফ্রান্সে থেকে চীন যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই। ফ্রান্সের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের দেশ থেকে নিখোঁজ হননি মেং হংওয়েই।

গত ২৯ সেপ্টেম্বর মেং হংওয়েই চীনের উদ্দেশ্যে ফ্রান্স ত্যাগ করেন। কিন্তু তার স্ত্রী সদরদপ্তরে যোগাযোগ করে জানায়, তিনি তার স্বামীর খোঁজ পাচ্ছেন না।

সংস্থার প্রধানের নিখোঁজ ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, মেং হংওয়েই এর সঙ্গে চীনা কর্তৃপক্ষের মতবিরোধ ছিল। সেই কারণে তাকে আটক করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের অনেক সিনিয়র কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। কারণ জানা যায়নি। এক সপ্তাহ কিংবা এক মাস পর সরকার জানিয়েছে, দুর্নীতির অভিযোগে অমুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৬৪ বছর বয়সী মেং চীনে অবতরণ করার পরই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়টি পরিষ্কার নয়।

ফ্রান্সের পুলিশ মেংয়ের নিখোঁজের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। ১৯২টি দেশের পুলিশের সংস্থা ইন্টারপোল এক বিবৃতিতে জানিয়েছে, মেংয়ের নিখোঁজের বিষয়টি তারা অবগত। এটা চীন এবং ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারপোলে প্রেসিডেন্ট দ্বিতীয় পদমর্যাদার। সংস্থায় প্রধান ভূমিকা পালন করেন মহাসচিব। প্রেসিডেন্ট নামমাত্র প্রধান। তবে বিভিন্ন নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেন।

চীনের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে উল্লেখ আছে, মেং ভাইস মিনিস্টার। কিন্তু গত এপ্রিলে তিনি কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ পদ হারান। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের মন্তব্য পাওয়া যায়নি। ২০১৬ সালের নভেম্বরে মেং নিয়োগ পেয়েছিলেন। তখন মানবাধিকার সংগঠনগুলো তার সমালোচনা করেছিল।

Bootstrap Image Preview