Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে নামাজ পড়ার সময় প্রাণ গেল শাবি শিক্ষকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মসজিদে নামাজরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. খায়রুল্লাহ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) জুমার নামাজে সুন্নত পড়ার সময় হঠাৎ করে লুটিয়ে পড়েন মো. খায়রুল্লাহ। পরে গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বিভাগ সূত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক খায়রুল্লাহ দীর্ঘদিন কানাডাতে উচ্চতর পড়াশোনা শেষে এ বছরের এপ্রিলে বিভাগে যোগ দেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীও ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমেটরিতে থাকতেন।

তার সহকর্মীরা জানান, তার স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক। বেশ কয়েকদিন যাবত তিনি অসুস্থ ছিলেন।

Bootstrap Image Preview