Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীর দায়িত্ব নিলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশিষ্ট নাগরিক আর বিপুলসংখ্যক নগরবাসীর উপস্থিতিতে শুক্রবার বিকালে এক রাজসিক অনুষ্ঠানে দায়িত্বগ্রহণ করেন তিনি।

এ সময় সিটি কর্পোরেশনের ৪০ জন কাউন্সিলরও দায়িত্ব নেন। দায়িত্বগ্রহণের সময় মেয়র এবং কাউন্সিলররা একে অপরের হাতে হাত রেখে রাজশাহীর উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের বিগত পরিষদের প্যানেল মেয়র আনোয়ারুল আজিম আজবের কাজ থেকে দায়িত্বগ্রহণ করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আসনের আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আবদুল হাদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, ভাষাসৈনিক আবুল হোসেনসহ শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা এবং সুশীল সমাজের প্রতিনিধি, রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক নগরবাসী উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে ২০০৮ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বিএনপি নেতা বুলবুলের কাছে পরাজিত হন লিটন।

Bootstrap Image Preview