Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যান্ত্রিক ত্রুটির কারণে ৩ ঘণ্টা পর উড়ল ইউএস বাংলার উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক সময়ে কক্সবাজার বিমানবন্দর ছাড়তে পারেনি ইউএস বাংলার একটি উড়োজাহাজ। মেরামত শেষে তিন ঘণ্টা দেরিতে বিমানবন্দর ছাড়ে বিমানটি।

আজ শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেছে।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর ইউএস বাংলার এসটু-এজেডি উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে ক্রটি মেরামত শেষে বিমানবন্দর ছাড়ে উড়োজাহাজটি।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার এ কে এম সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট দেড়টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছায়। এরপর দুপুর ২টায় ফ্লাইটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। পরে ঢাকা থেকে একদল ইঞ্জিনিয়ার গিয়ে উড়োজাহাজটির ত্রুটি মেরামত করে। বিকেল সোয়া ৫টার দিকে যাত্রী নিয়ে পুনরায় উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউএস বাংলার কাউন্টারের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটি ১৬৪ জন যাত্রী বহনে সক্ষম। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক অসুবিধা হয়েছিল। পরে ত্রুটি মেরামত শেষে ১১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

Bootstrap Image Preview