Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

এস এম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:২৯ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় তালা উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বর্ণাঢ্য শোভাযাত্রা তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের জেলা-উপজেলা পর্যায়ে এই মেলার উদ্বোধন করেন।

পরে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপত্বিতে জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন ও সৈয়দ জুনায়েদ আকবর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ অপু সরোয়ার, তালা থানা অফিসার ইনচার্জ জনাব মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী রেজাউল ইসলাম, তালা উপজেলা প:প কর্মকর্তা ডা:কুদরত-ই খুদা, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, আজিজুর রহমান রাজু প্রমুখ।

আলোচনা সভা শেষে মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরতে অংশ নিয়েছে ৬৫টি স্টল। বিকালে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Bootstrap Image Preview