Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিত হয়ে ক্লাশে অংশগ্রহণ, পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলসহ কলেজটির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিভাবকগণের সাথে মতবিনিময় করেছে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমিরউদ্দিন স্মৃতি কলেজ। 
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজটির দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
সমিরউদ্দিন স্মৃতি কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানী বলেন, কলেজে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি এবং নিয়মিত ক্লাশে অংশগ্রহণের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
 
তিনি বলেন, নিয়মিত অভিভাবক সমাবেশ না হওয়ায় একদিকে যেমন অভিভাবকদের অজানা থাকছে তাদের ছেলে-মেয়েরা কলেজে আসছে কিনা, অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের সাথে অভিভাবগণের দুরত্ব সৃষ্টি হয়েছে। 
 
তিনি আরও বলেন, অভিভাবকগণ ও কলেজ কর্তৃপক্ষের উন্মুক্ত আলোচনার মাধ্যমে কলেজটির শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। এছাড়াও অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকগণ নিজ নিজ মতামত জানানোর সুযোগ পাচ্ছে এবং ছেলে মেয়েকে কলেজে পাঠানোর জন্য সচেতনতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি। 
 
শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সমির উদ্দিন কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানী। 
 
 
Bootstrap Image Preview