Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বণার্ট্য র‌্যালি

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বণার্ট্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হওয়া র‌্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনদিনব্যাপী সারা দেশে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

ছাতকে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে পল্লী বিদ্যুৎ সমিতি, ছাতক সরকারী কলেজ, গোবিন্দগঞ্জ কলেজ, ছাতক সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা ভুমি অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, সাউথ-ইষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়, ছাতক থানা, সূর্য্যরে হাসি ক্লিনিকের ফুড কর্নারসহ ৫৪টি ষ্টল বসানো হয়েছে।

র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, সহকারী কমিশিনার (ভুমি) সোনিয়া সুলতানা, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, সমবায় কর্মকর্তা বিজিত কর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview