Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষোভে হিন্দু ধর্ম গ্রহণ করলেন মুসলিম পরিবারের ১৩ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তর প্রদেশের বাগপতের বরারখা জেলার বাসিন্দা আখতার আলী। পুলিশ ও প্রতিবেশীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ধর্ম বদল করে ফেলল উত্তরপ্রদেশের বাগপতের এক মুসলিম পরিবারের ১৩ সদস্য। মঙ্গলবার স্থানীয় এক মন্দিরে গিয়ে তাঁরা ধর্মান্তরিত হন। পরিবারের প্রধান আখতার আলির(৬৮)বর্তমান নাম এখন ধরম সিং।

মুসলিম বলেই কি ছেলের হত্যার সুবিচার পাচ্ছেন না? ছেলের হত্যাকে পুলিশ আত্মহত্যা বলে চালাতে চাইছে? এই প্রশ্নগুলোই কুরে কুরে খাচ্ছিল আখতারকে। তাই, সুবিচার পেতে ধর্ম পরিবর্তনের পথ বেছে নিলেন। রীতিমতো হলফনামা দিয়ে মহকুমা শাসকের কাছে সে কথা জানিয়েও আসেন আখতার। 

জানা গেছে, পুলিশের কাছে খুনের অভিযোগও করেন আখতার। কিন্তু খুনের অভিযোগ না নিয়ে সেটাকে আত্মহত্যার ঘটনা বলেই মামলা রুজু করে পুলিশ। এতে হতাশ হন আখতার। অবশেষে ছেলের হত্যার সুবিচার পেতে হিন্দুধর্ম গ্রহণ করেন আখতার ও তার পরিবারের ১২ জন সদস্য।

মঙ্গলবার রীতিমতো যজ্ঞ করে ধর্ম পরিবর্তনের আয়োজন করে যুব হিন্দু বাহিনী। 

Bootstrap Image Preview