Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে মুর্শিদ মুজীব উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন

রাজীবুল হ্সাান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে মুর্শিদ মুজীব উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের  উদ্বোধন করা হয়।

ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ, সেলিম খান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সহ-দপ্তর সম্পাদক ফরহাদ আহমেদ, নির্বাহী সদস্য হাজী হেলু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাদেক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, আওয়ামী লীগ সরকার বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। সারাদেশের টিনশেড বিদ্যালয়গুলো আজ পাকা ভবনে পরিনত হয়েছে। 

স্কুল পরিচালনা পরিষদের প্রশংসা করে আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যক্রমের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আহমেদ।
 

Bootstrap Image Preview