Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে মা ইলিশ সংরক্ষণ অভিযানে উদ্বুদ্ধকরণ সভা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চল এর আয়োজনে ত্রি-ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে এ জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা অঞ্চল অতিরিক্ত নৌ পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অঞ্চল নৌ পুলিশ সুপার মোফাজ্জল হোসেন। 

সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা অঞ্চল নৌ পুলিশ সুপার মোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, ৭ অক্টোবর হতে ১৮ অক্টোবর পযর্ন্ত ইলিশের প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ ও বিক্রয় দন্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীদের এক বছর হতে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে। যে সব এলাকায় ইলিশ মাছের বিচরণ ক্ষেত্র সেসব স্থানে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ।

তিনি আরোও বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ রাখলে প্রতি বছর আমাদের দেশে ইলিশ মাছের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব মৎস্য ব্যবসায়ী সমিতি সভাপতি মো.মুজিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজিব, ভৈরব থানা তদন্ত কর্মকর্তা বাহালুল আলম খান বাহার, মৎস্য ব্যবসায়ী মো.রবিউল্লা, হাজী আব্দুল মজিদ বড় মিয়া, মো.কবির মিয়া প্রমুখ।

 

Bootstrap Image Preview