Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের বোমা হামলায় কৃষক নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:০১ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:০১ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের বোমা হামলায় কালাম ওরফে কালু (২৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভারত সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের মাঠে এই বোমা হামলা হয়। নিহত কালাম ওরফে কালু ওই গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালাম বাড়ি থেকে বের হয়ে গ্রাম্য বাজারের দিকে আসছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সে বাড়ির কয়েকশ গজ দূরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে। ওই বোমা দুটি কালামের শরীরে লেগে বিস্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার প্রিন্টারে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ও দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।    

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নারী ঘটিত বিরোধের জের ধরে বোমাহামলা চালিয়ে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, একই গ্রামের পেঙ্গা ম-লের স্ত্রীকে গত কয়েক মাস আগে ভাগিয়ে নিয়ে আসে কালাম ওরফে কালু। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই বুধবার সন্ধ্যায় কালামের ওপর বোমাহামলা চালিয়ে পেঙ্গা ভারতে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে কালুর লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কালুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে।  

 

Bootstrap Image Preview