Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দালাল ছাড়াই মাত্র কয়েক মিনিটে মিলবে ‘ড্রাইভিং লাইসেন্স’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৯:২৬ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৯:২৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক লার্নার (শিক্ষানবিশ) ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

আগামীকাল বৃহস্পতিবার ( অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’-তে সুবিধা পাওয়া যাবে এ মেলা শেষ হবে শনিবার ( অক্টোবর)

বিআরটিএ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় বিআরটিএ স্টল নং ২১০-২১১-এ পাওয়া যাবে এ সুবিধা। ঢাকা মেট্রো সার্কেল- এর আওতাধীন থানাগুলোর জনগণকে সুবিধা দেয়া হবে।

সুবিধা পেতে  গ্রাহকের এক কপি পাসপোর্ট এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। নিবন্ধিত ডাক্তার কর্তৃক স্বাক্ষরিত মেডিকেল সার্টিফিকেটের এক কপি (ফরমে ২য় পৃষ্ঠায়) লাগবে

সেই সঙ্গে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা এসএসসি বা পাসপোর্টের সত্যায়িত অনুলিপির এক কপি।

ঠিকানার প্রমাণক হিসেবে বর্তমান ঠিকানার গ্যাস, টেলিফোন বা বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি লাগবে। নির্ধারিত ফি জমার রশিদ (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান তথা প্রাইভেটকার) ৩৪৫ টাকা আর উভয়ক্ষেত্রে ৫১৮ টাকা

কর্তৃপক্ষের স্বাক্ষরিত আবেদন ফরম এখানে https://goo.gl/cebTnC পাওয়া যাবে।

Bootstrap Image Preview