Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটন দাসের ফেসবুক স্ট্যাটাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:৩২ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


২০১৫ সালের অক্টোবরে।ওই সময় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। যার জন্য লিটন দাসের উপর সাম্প্রদায়িক আক্রমণ করে কিছু মানুষ। সেই কারণে পোস্ট রিমুভ করতে বাধ্য হন এই ক্রিকেটার।

কিন্তু সেই ঘটনার এতো দিন পর আবার নতুন করে ফিরে এসেছে। কিছু মানুষ সেই সময় লিটনের সেই পোস্ট স্কিন শর্ট নিয়ে রেখেছিলো যা এখন ফেসবুকে শেয়ার করছে।

সেই পুরাতন পোস্ট নতুন ভেবে দেশের অনেক পত্রিকা নিউজও করেছে। এখানেই থেমে নেই, ঘটনা এবার পৌছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত।

আজ বুধবার বিকেল ৪টায় গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের নানা অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সেখানে তাকে প্রশ্ন করা হয়।

পূজোর শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি লিটন দাস ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে অনেকেই নানারকম অশালীন মন্তব্য করায় পোস্টাটি মুছে দিতে বাধ্য হন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামাজিক মাধ্যমের এই নেতিবাচক দিকগুলো নিয়ন্ত্রণের জন্যই আমরা ডিজিটাল আইন করেছি। তিনি বলেন, লিটন দাস একজন প্রতিভাবান খেলোয়াড়। এতো ভালো খেললো তার পরেও তাকে কেন এতো গালিগালাজ।

বুধবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের নানা অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করছেন তিনি।

Bootstrap Image Preview