Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর অনুপস্থিতিতে দিবালার হ্যাটট্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপে প্রথম ম্যাচে শক্তিশালী ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল জুভিরা। কিন্তু এ ম্যাচে তাদের জন্য বড় ধাক্কা ছিল রোনালদোর লাল কার্ড। তবে মঙ্গলবার রাতে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। সুইস ক্লাব ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করলেন পাওলো দিবালা।

অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি ভলিতে জাল খুঁজে নেন দিবালা।

জুভেন্টাস ব্যবধান ২-০ করে ম্যাচের ৩৩ মিনিটে। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদির জোরালো শট ইয়ং বয়েজ গোলরক্ষক ডেভিড ভন বালমোস রুখে দিলে তা পেয়ে যান দিবালা। আর সেখান থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কাঙ্খিত হ্যাটট্রিক পূরণ হয় দিবালার। ৬৯ মিনিটে হুয়ান ‍কুয়াদরাদোর পাস থেকে বল পেয়ে তৃতীয় বারের মতো ইয়ং বয়েজের জালে বল পাঠান দিবালা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে চতুর্থ আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিকের স্বাদ ২৪ বছর বয়সী এই  ফুটবলার। শেষ অবদি ৩-০ ব্যবধান নিয়েছে মাঠ ছাড়ে জুভেন্টাস।

চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্টাস। ভালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

 

Bootstrap Image Preview