Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:২৮ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:২৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২,৬০০ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হয়েছে। 

খবরে জানানো হয়, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৬৩৭ কোটি টাকা। এই দুর্নীতির তদন্ত করা সংস্থাই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

কোনও ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন ঘটনা বিরল।

এদিকে এ ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।

এর আগে মার্চ মাসে ইডি নীরবের ৩৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত হন নীরব ও তাঁর মামা মেহুল। দুজনেই বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview