Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে তিনদিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১১:০৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:০৫ AM

bdmorning Image Preview


ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত উন্নয়ন মেলা সফলের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এ উন্নয়ন মেলা পরিচালিত হবে বলে জানা যায়।

আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সাব-রেজিষ্টার আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র দাস, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, ডাঃ রাজিব চক্রবর্ত্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, প্রশিক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন, ছাতক থানার ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

আরও বক্তব্য রাখেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, বিদ্যুতের সহকারী প্রকৌশলী এহসান হাবিব, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, সুনামগঞ্জ পল¬ী বিদ্যুতের এজিএম আমজাদ আলী, জনতা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল মতিন, অধ্যাপক শিব্বির আহমদ, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, ফায়ার সার্ভিসের এসও জাকির হোসেন, মাদ্রসা সুপার মুশাহিদ আলী, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, শিক্ষক প্রশান্ত কুমার সিংহ, অজয় কৃষ্ণ পাল, এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, ডাচবাংলা ব্যাংক ছাতক শাখার এসও আব্দুল মালেক, এনজিও প্রতিনিধি জুলকার নাইন প্রমুখ।

Bootstrap Image Preview