Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুরে র‌্যালী, আলোচনা সভা, নবীন-প্রবীণ মেলা, নবীন-প্রবীণদের অংশগ্রহণে লুডু, ক্যারাম, দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১লা অক্টোবর) সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে এসে শেষ হয়। পরে শেখ জামাল ষ্টেডিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানবাধিকার প্রতিষ্ঠায়-প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ. জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর সিরাজুল হক, প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রফেসর এবিএম সাত্তার, প্রফেসর শেখ আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা ও প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর এম.এ. সামাদ।

অনুষ্ঠানে বৃদ্ধা মায়ের সেবা যত্ন করার জন্য সাইফুর রশিদকে মমতাময় পুরস্কার ও বৃদ্ধ শশুরের সেবা যত্ন করার জন্য মিসেস বিউটি আক্তারকে মমতাময়ী পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

এছাড়া অনুষ্ঠানে ফরিদপুরের প্রবীণতম ব্যক্তি আমজাদ হোসেন খাঁন, প্রবীণ শিক্ষক মুনশী আবদুল লতিফ, প্রবীণ সাহিত্যিক সুনীল কুমার রাহুত, প্রবীণ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ও প্রবীণ সংগীত শিল্পী খায়রুল ইসলাম নিলুকে সম্মাননা প্রদান করা হয়। ফরিদপুরের প্রবীণ এই গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

Bootstrap Image Preview