Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর হাত ধরেই মানুষের ক্ষমতায়ন হয়েছে: খন্দকার মনজুর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:২৭ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:২৭ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে জনগনের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায় সুনামগঞ্জ জেলা শহরে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে জেলা যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মনজুর আহমদের নেতৃত্বে যুবলীগের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহনে এ শোভাযাত্রা পরিচালনা করা হয়। এসময় দেশনেত্রীর ছবি, ব্যানার, ফ্যাষ্টুন ও প্ল্রাকার্ড হাতে নিয়ে শহরের বিহারি পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার মনজুর বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের সাধারন মানুষের ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামীলীগ, এই দলের নেতৃত্বে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে অসামান্য ভুমিকা রেখে চলেছেন, তার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন আজকে বিশ্বদরবারে বহুল প্রশংশিত হচ্ছে আমরা শেখ হাসিনার মত একজন দক্ষ নেতৃত্বে পেয়ে গর্ববোধ করি।'

তিনি আরো বলেন, 'এই দেশের আপামর জনতার ভালোবাসাই শেখ হাসিনার শক্তি, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সুনামগঞ্জ অঞ্চলের মানুষ জেলার ৫টি আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে।'

Bootstrap Image Preview