Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় ভোট কেন্দ্র সেন্টার কমিটি গঠন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভোলা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তারই ধারাবহিকায় ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ ও ৮নং ওয়ার্ডে ভোট কেন্দ্র সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (১ অক্টোবর) ভোলার-১ আসনের জনপ্রিয় জনপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র নির্দেশে নতুন এ কমিটি গঠন করা হয়।

উত্তর দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম মাতাব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

তার বক্তব্যে বিপ্লব বলেন, ভোলা জেলাসহ দেশের বিভিন্ন শহর-গ্রাম-গঞ্জের প্রতিটি ইউনিয়নে মানুষের জন্য অসংখ্য রাস্তাঘাট, পুল-কালভার্ট, টিউবওয়েল, বাড়ির মসজিদ-মাদ্রাসাসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আর এ কাজ শুধুমাত্র শেখ হাসিনা সরকার এর সময়েই সম্ভব হয়েছে। এছাড়া বর্তমান সরকার তার গ্রামীণ ও পল্লীর অসহায় দুস্থ্য গরিব মানুষের জন্য ভিজিডি ও ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা প্রদান করেছেন। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবা পেতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যা অন্য কোন সরকারের সময় হয়নি। দেশময় উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই এই ধারাবাহিতা বজায় রাখতে হলে শেখ হাসিনা সরকারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সকল নেতা-কর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজক ল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, তাতীলীগের আহবায়ক ফরমান, আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ও উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী।

Bootstrap Image Preview