Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঙালি হলেন রাজনাথ সিং !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের টুইটারের নাম বাংলায়। অবাক হচ্ছেন ? হ্যাঁ এমন কাণ্ডই ঘটেছে বাস্তবে। সোমবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন রাজনাথ। আর সেদিনই তাঁর টুইটার হ্যান্ডেলে বাংলায় ফুটে ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সচেতন বাঙালির মন কাড়তেই এই কৌশল রাজনাথের।

সোমবার ছিল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। এবার বৈঠকের আয়োজক ছিল পশ্চিমবঙ্গ। এদিন নবান্নের বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কলকাতায় থাকাকালীনই টুইটারে বাংলা হরফে ফুটে ওঠে রাজনাথ সিংয়ের নাম। দেখা যায়, @rajnathsigh হ্যান্ডেলে ফুটে উঠছে 'রাজনাথ সিংহ'।

বিজেপি নেতা এবং কর্মীরা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রতি মুহূর্তে তারা আপডেট থাকেন নিজেদের ফেসবুক বা টুইটার অ্যাকাউন্টে। এ নিয়ে বিরোধী শিবিরের কটাক্ষও অনেক সময় শুনতে হয়। আর সামাজিক মাধ্যমেই এবার বিপ্লব ঘটিয়ে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতায় এসে নিয়ম মেনেই সামাজিক মাধ্যমে রাজনাথ জানিয়েছেন যে, তিনি বাঙালির প্রাণের শহরে পৌঁছে গেছেন। সোমবারের বৈঠকের বিষয়টিও জানিয়েছেন। আর সেখানেই ছিল চমক। টুইটারে দেখা গেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোফাইলে তার নাম বাংলায় লেখা। রাজনাথ সিংহ নামের পাশে আবার ভেরিফায়েড নীল টিক চিহ্নও রয়েছে।

জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে নবান্নে যাচ্ছেন তিনি। আর সেই কর্মসূচিকে ঘিরেই আরও একবার নবান্নের সভাঘরে মমতা-রাজনাথ একান্ত বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

পূর্বাঞ্চলের সবগুলো রাজ্যকে নিয়ে সোমবার, নবান্নে বৈঠকে বসছেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িষ্যা সরকারের প্রতিনিধিরা। সেই বৈঠকে হাজির থাকছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুও । রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে যোগ দিচ্ছেন।

Bootstrap Image Preview