Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ দিন পর আবারো বাংলাদেশের কাছে হারলো পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারায় মাশরাফিরা।সেই হারের ক্ষত শুকাতে না শুকাতেই চলতি যুব এশিয়া কাপে আবারো টাইগার যুবাদের কাছে ৩ উইকেটে হারলো পাকিস্তান।

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে ৪৫ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১৮৮ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌছিয়ে যায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে লজ্জার হারের পর দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুবাইতে ভারতের কাছে হেরে এশিয়া কাপ ঘরে আনতে পারেনি বড় ভাইরা। তাই ঘরের মাঠে এশিয়া কাপ জয় করে সেই কষ্ঠ কিছুটা হলেও আনন্দ দিতে মরিয়া তৌহিদ-শামিম হাসানরা

সংক্ষিপ্ত স্কোরঃ

ব্যাটিং-

তানজিদ হাসান(), প্রান্তিক নাবিল(৫৮) সাজিদ হোসেন(২১) তৌহিদ হৃদয় (অধিনায়ক)(১০) শামিম হোসেন(৬৫) আকবর আলি(১৭) রাকিবুল হাসান() মৃত্যুঞ্জয় চৌধুরী() রিশাদ হোসেন() অভিশেক দাস()

বোলিং-

শরিফুল ইসলাম(), মৃত্যুঞ্জয় চৌধুরী(),অভিশেক দাস(),রাকিবুল(),রিশাদ হোসেন()

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, অভিশেক দাস, শরিফুল ইসলাম

Bootstrap Image Preview