Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যুবককে খুন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে মজনু সেখ (২৭) নামে এক যুবক খুন হয়েছে। সে গড়মাটি গ্রামের নুর আলী সেখের ছেলে।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালপুর গড়মাটি এলাকায় মুদি দোকানের সামনে তাকে একই এলাকার আখের প্রামাণিকের ছেলে কোরবান প্রামাণিক (৩৫) কাঠের বাটাম দিয়ে আঘাত করে। পরে অচেতন অবস্থায় বাড়ি নিয়ে আসলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক কোরবান পলাতক রয়েছে।

সোমবার সকালে মজনুর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় গ্রাম পুলিশ ইয়াসিন সেখ জানান, রাতে গড়মাটি মাঝিপাড়া তিনরাস্তার মোড়ে অবস্থিত কুতুব আলীর দোকানের সামনে বেঞ্চে বসে মজনু স্থানীয় আজগর আলীর কাছে বিড়ি চায়। এ সময় উপস্থিত কোরবান প্রামাণিক বিড়ি চাওয়ার কারণে মজনুকে গাল-মন্দ করতে থাকে। এক পর্যায়ে মজনুও গালাগালি শুরু করলে কোরবান কাঠের বাটাম দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরী আঘাত করে। মজনু প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পরে উপস্থিত অন্যান্যরা মজনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে মিঠুর ভ্যানযোগে বাড়ি নিয়ে আসে এবং পরক্ষণেই নাক-কানে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস এই হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে জানান, ঘাতক কোরবান আলীকে গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview