Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেকপোস্টে যেভাবে পায়ুপথ থেকে বের করা হল ৩০ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৯ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৯ PM

bdmorning Image Preview


ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (১৯) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্টের কার্যাদি সম্পন্নের এক পর্যায়ে তাকে আটক করা হয়।

আটক মেহেদী ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাকির হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরণের স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন গোপন খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে অভিযান চালায়। এসময় মেহেদী হাসান নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

পরে তার পায়ুপথে রাখা ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণবার বের করা হয়। আটক সোনার মূল্য ১৪ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview