Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী উন্নয়ন শক্তি পেল ‘এনজিও লিডারশিপ অ্যাওয়ার্ড’

নারী ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৭ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের নারী সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ রাখার জন্য ‘নারী উন্নয়ন শক্তি’ কে দেওয়া হয়েছে ‘বাংলাদেশ এনজিও লিডারশিপ অ্যাওয়ার্ডস’।

মুম্বাই, ভারতের পাওয়ার ব্রান্ড গ্লোবাল-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে ওয়ার্ল্ড সিএসআর ডে এন্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি গত (২৩ সেপ্টেম্বর) ঢাকায় রেডিসন ব্লু’র বাংলাদেশ ভেন্যুতে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন সংস্থার পক্ষে সম্মাননা পদকটি গ্রহণ করেন। বাংলাদেশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস, বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্রান্ড অ্যাওয়ার্ডস এবং বাংলাদেশ মাস্টার ব্রান্ড অ্যাওয়ার্ডস এই তিনটি ক্যাটেগরিতে পদক দেওয়া হয়। ব্র্যাক ব্যাংক, পাঠাও, বৃটিশ-আমেরিকান টোবাকো এবং টেলিকম কোম্পানি রবিসহ বেশ কিছু সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য এই পদকগুলো লাভ করেন।

নারী উন্নয়ন শক্তি ১৯৯২ সাল থেকে নারী ও শিশুর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview