Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্মসূচি স্থগিত করে বৈঠকে বসেছে সম্পাদক পরিষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


সরকারের অনুরোধে মানবন্ধন কর্মসূচি স্থগিত করে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছে সম্পাদক পরিষদ। বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু; আইনমন্ত্রী আনিসুল হক এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত রয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে বৈঠকেটি শুরু হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য সচিব আবুয়াল হোসেনও অংশ নিচ্ছেন বৈঠকে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার পর থেকে এর বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। তাদের আপত্তির সুরাহা না করেই গত ১৯ সেপ্টেম্বর সংসদে ওই আইন পাস করা হয়।

এরপরবাক স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতার পরিপন্থিআইন প্রণয়নের প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর মানববন্ধনের কর্মসূচি দেয় সম্পাদক পরিষদ।

পরে রাজপথে কর্মসূচিতে না নামার অনুরোধ জানিয়ে সম্পাদক পরিষদকে চিঠি দেন তথ্যমন্ত্রী। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর মতিউর রহমান, নিউ এইজের নরুল কবীর, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, যুগান্তরের সাইফুল আলম, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান, ইনডিপেনডেন্টের শামসুর রহমান, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের মোস্তাফিজ শফিসহ আরও কয়েকজন এ বৈঠকে উপস্থিত রয়েছেন।

সভার শুরু‌তে দায়িত্বপ্রাপ্ত তথ্য সচিব আবুয়াল হোসেন ব‌লেন, 'ডি‌জিটাল নিরাপত্তা আইন সংস‌দে পাস হওয়ার পর এ‌টি নি‌য়ে সম্পাদক প‌রিষদের কিছু উ‌দ্বেগ ও বিবৃ‌তি ছিল। সেই বিবৃ‌তি ও উ‌দ্বে‌গের আলো‌কে মন্ত্রী মহোদয় আপনা‌দের সা‌থে এ বিষ‌য়ে বিস্তা‌রিত আলোচনার জন্য আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

আ‌লোচনার মাধ্য‌মে এ বিষয়‌টির সমাধান হ‌বে ব‌লে তথ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা বিশ্বাসী। আমা‌দেরও বিশ্বাস আপনা‌দের সা‌থে আলোচনার মাধ্য‌মে যে সমস্যাগু‌লো আপনা‌দের ম‌নে হ‌চ্,ছে সে সমস্যাগু‌লো সমাধা‌নের কর্মপন্থা অবলম্বন করা যা‌বে।

বোববার দুপরে বিএফইউজে ও ডিইউজে এবং বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

Bootstrap Image Preview