Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণ সহযোগীতা অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার এরই অংশ হিসেবে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে দুই বান করে টিন ও নগদ ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল (অবঃ) শওকত আলী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পদ্মার অব্যাহত ভাঙনে নড়িয়া উপজেলার প্রায় ৫ হাজার ৮৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ধারাবাহিক ত্রাণ সহযোগীতা অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview