Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রথমবারের মত উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীনসংবাদ মাধ্যমের তথ্য অনুসারে পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় নতুন ট্রেনটিকে৷

সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলোর থেকে তিনগুণ বেশি পরিষেবা দিবে এই 'স্কাইট্রেন' এমনটাই মনে করছেন চিনা ইঞ্জিনিয়াররা৷ আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে৷ ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে৷ এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে৷ যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে৷ যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অনন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ৷

যাত্রীরা 'স্কাইট্রেন' এর পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কোম্পানি লিমিটেডের দৌলতে৷ ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে৷ ঘন্টায় ৭০ কিমি বেগে দৌড়বে এই ট্রেন৷ প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন৷

তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন৷ যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে৷

Bootstrap Image Preview