Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সেচ্ছাশ্রমে ৭ কিলোমিটার রাস্তার আগাছা পরিষ্কার

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


জীবননগরে ৭কিলোমিটার রাস্তার দু’পাশে আগাছা পরিষ্কার করে রের্কট করলেন সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা ।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কতৃক আয়োজিত পরিবেশ পদক ২০১৮ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে উপজেলার উথলী সন্তোষপুর বয়ারগাড়ি মাঠ থেকে পেয়ারাতলা এবং বড় ব্রিজ থেকে দত্তনগর রোডের তুলা মিল পর্যন্ত রাস্তার দু’পাশ আগাছা পরিষ্কার অভিযান চলে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান, পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্জলিক চেয়ারম্যান আঃ রাজ্জাক পিন্টু,উথলী ইউপি সদস্য জহুরুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, সাংবাদিক সালাউদ্দিন কাজল,চাষী রমজান, জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সহ-সভাপতি শুভ, সদস্য মানিক, নাজমুল, এ আর ডাবলু, রবিন, ইমন, জনি, রিদয়, মাসুদ প্রমুখ।

Bootstrap Image Preview