Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসিডি-তে ‘খাদ্য অধিকার আইন চাই’ শীর্ষক গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩২ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩২ PM

bdmorning Image Preview


এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র প্রশিক্ষণ রুমে ‘খাদ্য অধিকার আইন চাই’ শীর্ষক গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার এসিডি’র আয়োজনে ‘মধ্য আয়ের দেশে অতি দরিদ্রসহ ৪ কোটি দরিদ্রের খাদ্য ও পুষ্টি নিশ্চয়তা চাই’ দাবিকে সামনে রেখে রাজশাহী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও এসিডির কর্মীবৃন্দসহ মোট ৫০ জন উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অংশগ্রহণকারীগণ খাদ্য অধিকার আইন চাই শীর্ষক গণস্বাক্ষর ক্যাম্পেইনে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুর রাজ্জাক, প্রজেক্ট অফিসার এস.এম আহসান উল্লাহ সরকার, মোঃ কাইছার হামিদ এবং মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার সরোজ কুমার বিশ্বাবাস।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের উদ্দেশে খাদ্য অধিকার এর সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয় যে, বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতায় জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি প্রদান করেছে। ইতিমধ্যে ২০১৬-১৭ অর্থবছরে দেশজ প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে উন্নীত হয়েছে।

পাশাপাশি নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীর পরিস্থিতি উদ্বেগজনক। এ প্রেক্ষিতে অতি দরিদ্রসহ ৪ কোটি দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য অধিকার আইন প্রনয়নে সকলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ক্যাম্পেইনে উপস্থিত অংশগ্রহণকারীগণ খাদ্য প্রাপ্তির বিষয়টি মৌলিক চাহিদা হিসেবে স্বীকার করে মর্যাদার সঙ্গে বসবাস, ক্ষুধা, খাদ্য নিরাপত্তাহীনতা ও পুষ্টিহীনতা থেকে মুক্ত জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

Bootstrap Image Preview