Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পুরুষের পাশাপাশি নারীরাও দিন রাত শ্রম দিয়ে দেশের চাকাকে স্বচ্ছল রাখছে'

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


'উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে অরুন সারকী টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সভানেত্রী জোহুরা চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মহিলারা বর্তমানে আর পিছিয়ে নেই। তারা দেশের উন্নয়নের হাল ধরেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পুরুষের পাশাপাশি মহিলারাও দিন রাত শ্রম দিয়ে দেশের চাকাকে স্বচ্ছল রেখেছে। তাই মহিলাদের সকল উন্নয়নমূলক কাজকে স্বাগত জানিয়ে দেশ উন্নয়নে তাদের অগ্রগতি কামনা করেন।

Bootstrap Image Preview