Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিনের স্মরণে আলোচনা সভা 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আল আমিন খান, সদস্য হাসান শরীফ খান ববি, মহিলা কাউন্সিলর আমিরুন্নেছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভূইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক এমআই লিকন।

এ সময় অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা আমির খন্দকার, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মিলাদ মাহফিল ও শহীদের রুহের মাগফেরাত কমনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview