Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে গুরুত্বর আহত ২৫

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে ৩ গ্রামের মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর, রামপুর, মান্দারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ ওই গ্রামে বাঘ এসেছে বলে চারদিকে লোকজন চিৎকার শুরু করে।

এতে গ্রামের মানুষ দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। রাতের আধারে একটি পাগলা শিয়াল নির্বিচারে মহিলা, শিশুসহ অনেককে কামড়াতে থাকে। এতে কমপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়।

এদিকে গ্রামের লোকজন বাঘ মারার জন্য লাঠিসোটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।

এসময় আহতদের নিকট থেকে লোকজন জানতে পারেন এটি বাঘ নয়, পাগলা শিয়াল। এতে লোকজনের মাঝে স্বস্থি ফিরে আসলেও কাটছে না আতঙ্ক।

পাগলা শিয়ালের কামড়ে আহত হন- মঘল মিয়া (১৪), জেসমিন বেগম (১২), শাকিরুন বেগম (১৮), রুমন মিয়া (১৫), বিদ্যা ভূষন (২৮), সাবিরা বেগম (২২), লিমা বেগম (২০), সনজব আলী (৩০), মনোয়ারা বেগম (৪৫), আনসাই মিয়া (৩০), লিটন মিয়া (২২), সাকিরা বেগম (২৫), রুমান মিয়া (১২), মরিয়ম বেগম (৭) ও হাজেরা বেগম (৩৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মরিয়ম (৫), রাকিব মিয়া (১০), স্বপন (২৮), রাবিয়া আক্তার (১৫), সাগর মিয়া (২০), সিয়াম (৫), জুবায়ের মিয়া (৩০) ও লিলা খাতুন (৫৫)।

গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Bootstrap Image Preview