Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:২২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আর মেলা সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আগামী তিন দিনব্যাপী উন্নয়ন মেলাটি যথাযথো ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ, কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা পরিচালন ও (ইউজিডিপি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, প্রকল্প বাস্থবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ইমরুল কায়েস রুমি, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ট অফিসার মোছা: আয়শা সিদ্দীকা, মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার, ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তাগণ।

মেলার কর্মসূচি হিসেবে প্রথম দিনে সকাল ৯ টায় আনন্দ র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ, জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা, উপজেলা পরিষদ মাঠে মেলায় প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ টি স্টলে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগসহ (ব্রান্ডিং) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে।

Bootstrap Image Preview